শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

খালের ময়লা রাস্তায় ফেলে রাখায় দূর্ভোগে এলাকাবাসী: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শনির আখড়া।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯০ প্রদর্শন করেছেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী থানাধীন ৬০ ও ৬১ ওয়ার্ডের মধ্যবর্তী জিয়া স্বরনী রোডের খাল খনন কাজ চলমান।
উক্ত খননকৃত খালের ময়লা-আবর্জনা রাস্তায় ফেলে রাখায় দুর্ভোগের শিকার এলাকাবাসী।
স্থানীয় সূত্রমতে ময়লা-আবর্জনা ফেলে রাখা রাস্তাটিতে দৈনিক প্রায় ১০-১৫ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচল রয়েছে বলে জানা যায়।


রাস্তায় চলাচলরত দুর্ভোগের শিকার কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কিছু পথচারীর সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে খাল খনন করে ময়লা সাথে সাথে ভ্যানে করে নির্দিষ্ট স্থানে ফেলা হতো। কিন্তু এবার ময়লা গুলো রাস্তায় ফেলে রাখা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বললে কোন সমাধান পাওয়া যায়নি।
এলাকাবাসী এবং পথচারীদের দাবি যত দ্রুত সম্ভব রাস্তায় ফেলে রাখা ময়লা গুলো সরিয়ে নিয়ে এই দূর্ভোগ কমিয়ে আনা হোক।

শনির আখড়া জিয়া স্বরনী রোডের দূর্ভোগের তথ্য চিত্র নিয়ে বিস্তারিত পরবর্তী নিউজ চলমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ