বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

অবশেষে ইরান-ইসরাইল সংঘাতে জড়াল যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এ হামলায় বেশ খুশি দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি বলেন, যুক্তরাষ্ট্রের এ হামলা ইতিহাসকে পরিবর্তন করে দেবে।

শনিবার রাতে ইরানে ফোর্দ, নাতাঞ্জ ও ইস্ফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার কিছু সময় বাদেই একটি ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। ওই বার্তায় মার্কিন হামলাকে টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যা দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘এ হামলা মধ্যপ্রাচ্য এবং তার বাইরের সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে।’

সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি সহসায় বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি।’ প্রথমে আসে শক্তি ও পরে শান্তি। রাতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শক্তির প্রদর্শন করলো।’

এর আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর মধ্যে ফর্দো পারমাণবিক স্থাপনায় বি-২ বোমা নিক্ষেপ করা হয়। আর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসপাহানকে লক্ষ্য করে কয়েক ডজন তোমাহোক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।  হামলার পর ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেন, ‘ইরান হলো মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী-প্রবণ চক্রের কেন্দ্র, যারা ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে চিৎকার করে বেড়ায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ