দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী লি নো। স্ট্রে কিডস তারকা এবার সঙ্গীতের বাইরের একটি নতুন যাত্রা শুরু করলেন। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি’র গ্লোবাল অ্যাম্বাসাডর হয়েছেন তিনি।
নতুন ভূমিকায় নিজের অনুভূতি জানিয়ে লি নো বলেন,
‘আমি বিশ্বাস করি, গুচি এমন একটি ব্র্যান্ড যেটি অতীত ও বর্তমানকে উত্তরাধিকার ও সমকালীন সৃজনশীলতার মাধ্যমে যুক্ত করে। এই ভবিষ্যতমুখী যাত্রায় গুচির অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের।’
স্ট্রে কিডসের আরেক সদস্য হান সম্প্রতি রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে লি নোর প্রশংসা করে বলেন,
‘তিনি খুবই সুদর্শন। যদিও বাইরে থেকে তা বোঝা কঠিন। তিনি খুবই সংবেদনশীল ও খুঁতখুঁতে। সবচেয়ে বড় কথা, তিনি শুধু আমার কথাই মন দিয়ে শোনেন।’
লি নো সম্পর্কে হান আরও বলেন, ‘বিদেশ সফরে বাড়ি থেকে দূরে থাকলে মাঝে মাঝে খুব একা লাগে। তখন তিনি আমার খুব খেয়াল রাখেন। কনসার্টের পর আমরা একসঙ্গে সময় কাটাই, ভালো কিছু খাই। আমাদের সবার মধ্যে দারুণ বন্ধন।’
এদিকে লি নোর এই ঘোষণা এমন এক সময়ে এলো, কয়েক সপ্তাহ পরেই যখন স্ট্রে কিডসের আরেক সদস্য সেউংমিন বারবারি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন।
সেউংমিন সম্পর্কে বারবারি’র চিফ ক্রিয়েটিভ অফিসার ড্যানিয়েল লি বলেন, ‘তার স্টাইলবোধ ও প্যাশন আমাদের একসঙ্গে কাজকে উপভোগ্য করে তুলবে।’
সেউংমিন নিজেও এই অংশীদারিত্বকে ‘একটি সম্মান’ বলে উল্লেখ করেন।
তার ভাষায়, ‘বারবারি পরিবারের সদস্য হওয়া আমার জন্য সম্মানের। এটি একটি ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্র্যান্ড, যার সঙ্গে সংযোগ আমার খুব ভালো লাগে। আমি তাদের ভবিষ্যতের অংশ হতে পেরে আনন্দিত।’
স্ট্রে কিডসের-এর সদস্যরা যেভাবে গ্লোবাল ফ্যাশন দুনিয়ায় জায়গা করে নিচ্ছেন, তা তাদের বহুমাত্রিক প্রতিভা ও আন্তর্জাতিক প্রভাবেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।