রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি উপস্থিত থেকে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বলেন, বিএনপি সবসময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সবসময় সাধ্যমতো আপনার পরিবারের পাশে আছি। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করব। শুধু জিসানই  নয়, সকল শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।

তিনি আরও আশা ব্যক্ত করে বলেন, ‘জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।’ এ সময় তারেক রহমান জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা উপহার দেন।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগাপ্লুত হয়ে পরেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো. আতিক।

গত বছরের ৫ আগষ্টের গন-অভ্যুত্থানে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। গত পহেলা জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরার তার পরিবার নিয়ে বক্তব্য দেওয়ার সময় সভায় উপস্থিত সবার চোখ ভিজে যায়। শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স ১৭ বছর, ছোট ছেলের বয়স ১৪ বছর। আমার বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পরে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মে মাসের ১৮ তারিখে আমার স্বামী ব্রেন স্টক করে মারা যান। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নেয় এবং তার চিকিৎসার খরচ গ্রহণ করে।  ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বনটুকু যেন আমরা কাছে থাকে এজন্য সবাই তার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ