বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

ব্র্যাডম্যান গাভাস্কারের যেসব রেকর্ড ভাঙতে পারেন গিল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।  রোহিত শর্মা-বিরাট কোহলি অভসর নেওয়ায়  ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তারকা শুভমান গিল।

ইংলান্ড সফরে ইতোমধ্যে দুই টেস্টে ৫৮৫ রান করেছেন শুবমান গিল। তার সামনে হাতছানি ক্রিকেটের অনেক পুরোনো বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দেওয়ার।

ব্র্যাডম্যান, গাভাস্কার এবং আরও যাদের রেকর্ড ছাড়াতে পারেন গিল

সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান, ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কার ও আরও গ্রেটদের অনেক পুরোনো রেকর্ড ভাঙতে পানের গিল।

গাভাস্কার (১)

১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে সুনিল গাভাস্কারের টেস্ট অভিষেক। ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়ে অভিষেক সিরিজেই চার টেস্টে ৭৭৪ রান করেছিলেন ‘লিটল মাস্টার।’ ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের সেই রেকর্ড টিকে আছে এখনও।

গাভাস্কারের অবিস্মরণীয় কীর্তি ছাড়িয়ে যেতে গিলের লাগবে আর মাত্র ১৯০ রান।  তিন টেস্টের ৬ ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে তা হয়ে যাওয়ার কথা।

গাভাস্কার (২)

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ছয় টেস্টে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন সুনীল গাভাস্কার। তাকে ছাড়িয়ে যেতে গিলের প্রয়োজন আর মাত্র ১৪৮ রান।

এই রেকর্ডে আপাতত গাভাস্কার পরে আছেন বিরাট কোহলির। অধিনায়ক হিসেবে এক সিরিজে তিনি করেছেন ৬৫৫।

ব্র্যাডম্যান (১)

অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড ১৯৩৬-৩৭ অ্যাশেজে পাঁচ টেস্টে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার এই রান মেশিন।

সেই রেকর্ড থেকে এখন ২২৫ রান দূরে আছেন গিল।

ব্র্যাডম্যান (২)

ইংল্যান্ডে ১৯৩০ সালের অ্যাশেজে পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্রিকেটের অমর এক কীর্তি হয়ে আছে গত ৯৫ বছর ধরে। অবিস্মরণীয় সেই রেকর্ড ছাড়িয়ে যেতে গিলের প্রয়োজন আর ৩৯০ রান।

ব্র্যাডম্যান ও গাভাস্কার

অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি যৌথভাবে ডন ব্র্যাডম্যান ও সুনিল গাভাস্কারের। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে চারটি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপকেষ ছয় টেস্টে চারটি করেছিলেন গাভাস্কার।

গিলের তিনটি সঞ্চুরি হয়ে গেছে সিরিজের প্রথম দুই টেস্টেই।

ভারতের হয়ে এক সিরিজে চার সেঞ্চুরির রেকর্ডটি দুই দফায় করেছেন গাভাস্কার। অধিনায়ক হিসেবে ওই চার সেঞ্চুরি ছাড়াও ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও করেছিলেন চার সেঞ্চুরি। গিলের ছুঁতে বা ছাড়াতে পারেন এসবও।

ক্লাইভ ওয়ালকট

এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ক্লাইড ওয়ালকটের। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ কিংবদন্তির একজন এই ওয়ালকট ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে করেছিলেন পাঁচ সেঞ্চুরি। তাকে ছুঁতে গিলের প্রয়োজন আর দুটি সেঞ্চুরি।

রাহুল দ্রাবিড়

ব্র্যাডম্যান-গাভাস্কার বা সব রেকর্ডের আগে অবশ্য রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাবেন শুবমান গিল। সিরিজের পরের তিন টেস্টে অতি বিপর্যয় না হলে এই রেকর্ডটি গড়া নিশ্চিত।

ভারতের হয়ে ইংল্যান্ডে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে চার টেস্টে ৬০২ রান করেছিলেন শুদ্ধতার প্রতীক এই ব্যাটসম্যান। তার চেয়ে গিল পিছিয়ে আছেন মাত্র ১৭ রানে। পরের ইনিংসেই লর্ডসে হয়ে যেতে পারে রেকর্ডটি।

বিরাট কোহলি

ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রান ভিরাট কোহলির। ২০১৬ সালে ভারতকে ৪-০ ব্যবধানের জয়ে নেতৃত্ব দেওয়ার সিরিজে পাঁচ টেস্টে ৬৫৫ রান করেছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ