বাংলাদেশ এখনো কোনো আঞ্চলিক বা বৈশ্বিক জোটে যোগ দেয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কনীতি নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা স্বার্থের ভিত্তিতে প্রতিটি প্রস্তাব বিশ্লেষণ করছি। এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সামরিক কিংবা অর্থনৈতিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শুল্ক সংক্রান্ত যে আলোচনা চলছে, তা এখনো সম্পন্ন হয়নি। আমরা একটি দীর্ঘমেয়াদি, ভারসাম্যপূর্ণ ও লাভজনক সমঝোতার লক্ষ্যে কাজ করছি।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্ক, রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং আসিয়ান অঞ্চলে বাংলাদেশের সক্রিয় ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়া-সব পক্ষের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের পররাষ্ট্রনীতি ও অবস্থান নিয়ে দেশি-বিদেশি মহলে আগ্রহও বেড়েছে।