সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি, বাড়ছে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও

সোহাগ আরেফিন
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
হ্রদে বর্তমানে পানির উচ্চতা ৯৬ দশমিক ৪১ ফুট বা এমএসএল (মিন সি লেভেল)।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে বুধবার রাত থেকে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হয়েছে। এতে রোববার থেকে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনা করা হচ্ছে।
তিনি বলেন, ২৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি ইউনিট সচল থাকলে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। হ্রদে পানির অভাবে এতদিন একযোগে পাঁচটি ইউনিট চালু করা সম্ভব হয়নি। ২ জুন থেকে ৪টি ইউনিট চালু ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ