বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন

সামরিক ইউনিফর্মসহ ২ ডাকাত সদস্য গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৬ প্রদর্শন করেছেন

কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার থেকে ডাকাত নবী হোসেন দলের ২ সদস্যকে সামরিক ইউনিফর্ম ও অন্যান্য দ্রবাদিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় সামরিক বাহিনীর ইউনিফর্মের শার্ট ৬টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্টের ব্যাটারি ১টি ও দেড়শ ওয়াটের ২টি সোলার প্যানেল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশসহ এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ৮ নম্বর ক্যাম্পের মো. আলীর ছেলে ইমন (২৫) ও ১৭ নম্বর ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে বলে জানা যায়। তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে মাদক নিয়ে নাফ নদ পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদে মাছ ধরা জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা অপহৃতদের নবী হোসেন তার আস্তানায় বন্দী রেখে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে।

বর্তমানে নবী হোসেন দলের সন্ত্রাসী কার্যকলাপে ক্যাম্পের নিরীহ জনগণ একটি ভীতিকর পরিবেশের মাঝে বসবাস করছেন। এছাড়া নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এর অভ্যন্তরে আইন ভঙ্গ করে অবৈধভাবে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

গত রবিবার ক্যাম্প ১১ হতে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে নগদ ১৪ লাখ টাকা ও একটি ইউ জেড আই এসএমজিসহ নবী হোসেন দলের চার সদস্যকে গ্রেফতার  করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ