বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি।

গতকাল বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ১ জুলাই থেকে তাঁদের যে মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’, সেই কর্মসূচিতে তাঁরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন। গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি ও স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার গোপালগঞ্জে তাঁদের কর্মসূচি ছিল। তাঁদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা তাঁদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় হামলা করে।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষে তাঁরা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হন, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে। খুবই পরিকল্পিতভাবে গণ-অভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছে। তাঁরা তাদের ধন্যবাদ জানান। জাতীয় নাগরিক পার্টি আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জে তাঁদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। তাঁরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চান—এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

নাহিদ ইসলাম জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে—এটিই তাদের চ্যালেঞ্জ। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (আজ) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলো যথারীতি চলতে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ