শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর প্রকল্পগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নির্ধারিত অফিস সময়ে উপস্থিত হচ্ছেন না। আবার কেউ বিনা অনুমতিতে সময়ের আগেই অফিস ত্যাগ করছেন।

বিষয়টি সম্প্রতি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের নজরে এসেছে। এর পরেই বুধবার (১৬ জুলাই) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার অফিস সময়ের পূর্বেই কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিস ত্যাগ করেন। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর পরিপন্থি’।

ওই নোটিশে আরও বলা হয়েছে, ‘সকাল ৯টার মধ্যে উপস্থিত হওয়ার’ নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ এবং তা নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত পরীক্ষা করতে হবে’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ