সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তে অনেক হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর আছড়ে পড়ে বলে জানিয়েছে আইএসপিআর।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।

মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছুটি করতেও দেখা গেছে।

 

এসব ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত ভবনের পাশেই আগুন জ্বলছে। সেই সঙ্গে উড়ছে ধোঁয়ার কুণ্ডলি। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ছোটাছুটি করতেও দেখা গেছে।

দুর্ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদেরও উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ