বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না দলীয় প্রধান, একমত অধিকাংশ দল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন
দলীয় প্রধান প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না- এমন প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৭তম দিনের আলোচনার শুরুতে তিনি একথা জানান।
আজকের আলোচ্য সূচিতে রয়েছে- প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বশেষ আলোচনার ওপর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
আলী রীয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছে। ওই সমস্ত দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।’
একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান- এই তিন গুরুত্বপূর্ণ পদে থাকা না থাকা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দিন আলোচনা হয়েছে। সেখানে বিএনপি ও সমমনা দল এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা করার পক্ষে মত দিয়েছে। আর জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দিয়েছে।
আজকের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট (আপত্তি জানানো) দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন- সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এটা আমাদের অনুরোধ। কিন্তু অতীতে যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে। এটা সিদ্ধান্ত হিসেবে আপনাদের জানালাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ