ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রচেষ্টাকে ‘অবাস্তব কল্পনা’ আখ্যা দিয়েছেন।
বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
মঙ্গলবার কাতারের আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়েছে বলা নিছক বিভ্রম। আমাদের পারমাণবি আমাদের বিজ্ঞানীদের মস্তিষ্কে রয়েছে, স্থাপনাগুলোতে নয়।’
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সেই প্রচেষ্টার সমালোচনা করেন, যেখানে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সামরিককরণের অজুহাত দেখিয়ে বিশ্বমঞ্চে চাপে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তিনি বলেন, ‘এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান।’
তবে শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রেখে আলোচনার জন্য তেহরান প্রস্তুত বলে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘ভবিষ্যত কোনো আলোচনাই উইন-উইন ভিত্তিতে হতে হবে।’
ইসরাইলের আক্রমণ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে কোনো হামলা চালালে ইরানও কঠোর জবাব দেবে। তিনি বলেন, ‘ইসরাইল যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, আমাদের বাহিনী দখলকৃত এলাকায় আবারও গভীরে আঘাত হানতে প্রস্তুত রয়েছে।’
সম্প্রতি ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। মাত্র ১২ দিনের মাথায় ইসরাইল যুদ্ধবিরতির অনুরোধ করে, যা ইরানের পাল্টা হামলার কার্যকারিতা প্রমাণ করে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান।
তিনি আরও বলেন, ইসরাইল ইরানের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আড়াল করার চেষ্টা করছে।