শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

‘যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল, তাদের নামই মুছে গেছে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

‘যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় অনুষ্ঠিত শোক র‍্যালি ও শোক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করেন।

সারজিস আলম এ সময় ওই পোস্টে জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের নাম উল্লেখ করেন এবং বলেন, তাদের মতো বিপ্লবীদের কুমিল্লা থেকে…আজকের শোক র‍্যালি এবং শোক সভা।

এদিকে সারজিসসহ এনসিপির নেতারা বৃহস্পতিবার তাদের দলীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা সফর করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ