টানা দুই জয়ে সিরিজ নিশ্চিতের পর ইতিহাসের সামনে দাড়িয়ে বাংলাদেশ। পাকিস্তানকে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারাতে পারলে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। কুড়ি কুড়ির এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসভাগ্য এসেছে লিটন দাসের পক্ষে।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্লো লো ও টার্নিং পিচে হোম কন্ডিশনের পুরোটা ব্যবহার করতে চান লিটন। একাদশে তাই পাঁচটি পরিবর্তন এনে নেমেছেন। পাকিস্তানও নামছে একাধিক পরিবর্তন নিয়ে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ বার, যার দুটোই আবার শেষ দুই ম্যাচে। আর পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার।
এই সিরিজের প্রথম দুটি জয় বাদে শেষ নয় বছরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। গত মে মাসেও লাহোরে বেধড়ক পিটুনি খেয়ে হয়ে এসেছে হোয়াইটওয়াশ। সেই টি-টোয়েন্টি সিরিজের বদলা এবার ফিরিয়ে দেওয়ার পালা।
বাংলাদেশ দল