রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

মারাত্মক দুর্ঘটনায় কবলে রেসার অভিক আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

রেসিংয়ের দুনিয়ায় বাংলাদেশের প্রতিনিধি অভিক আনোয়ার এবার দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়।

তার ফেসবুক পেজে অ্যাডমিন জানিয়েছেন বিষয়টি। সে পোস্টে বলা হয়েছে, ‘সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

দুর্ঘটনায় তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পোস্টে তার গাড়ির একটি ছবিও দেওয়া হয়েছে।

এর আগে আজ সকালে এক পোস্টে অভিক লিখেছিলেন, ‘গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!’

বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশি হিসেবে অভিক আনোয়ার কয়েক বছর আগেই পরিচিতি পান। বাংলাদেশে রেসিং এখনো জনপ্রিয় হয়ে না উঠলেও তিনি দমে যাননি। কানাডায় পড়ার সময় থেকেই নিজেকে তৈরি করেছেন এই খেলার জন্য। এরপর অনেক বাধা পার হয়ে আন্তর্জাতিক রেসিংয়ে তুলে ধরেছেন বাংলাদেশের পতাকা।

বর্তমানে তিনি মালয়েশিয়ার সেপাং সার্কিটে একটি আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দুর্ঘটনার পর তিনি এখন চিকিৎসাধীন। ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ