গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক থ্যাংখালী বাজার যা মেইন বিআরএম-২০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং বিওপি হতে আনুমানিক ৩.৫ কিঃমিঃ উত্তর-পশ্চিম দিকে একটি ব্যাটারী চালিত অটোর (ইজিবাইক) তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীর একপর্যায়ে ইজিবাইকের এর সীটের নীচে লাল একটি কাপড় দিয়ে মোড়ানো ০১টি পিস্তল (ওয়ান শুটার) উদ্ধার করা হয়। চালক মোঃ নুরুল আবছার(৩১), পিতা-সৈয়দ নূর, গ্রাম ও ডাক-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে অধিকতর জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উক্ত পিস্তল নিজে বহন করছিল এবং অধিক লাভে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিল।
২। এ ব্যাপারে আটককৃত আসামী ও উদ্ধারকৃত পিস্তল ও ইজিবাইক উখিয়া থানায় নিয়মিত মামলা করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩। উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বিজিবি এ ধরণের সাহসিকতার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।