শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

টেকনাফে মাছ ধরার নৌকায় মিললো দুই লাখ ইয়াবাসহ চারজন গ্রেফতার।

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪১ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় দুই লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। এসময় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫।
গ্রেফতারকৃত হলেন- টেকনাফ সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমেদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)।

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সাবরাং ইউপিস্থ ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোটে করে ইয়াবার বড় চালান অন্যত্র নেওয়ার জন্য অবস্থান করছেন মাদক কারবারিরা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে র‍্যাব অভিযান চালিয়ে বোটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকার মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চারজনকে গ্রেফতার  করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ