রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ, হাসনাত ও সারজিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জুলাই গণঅভ্যুত্থান থেকে সৃষ্ট রাজনৈতিক দলটি। সমাবেশ ঘিরে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছে দলটির শীর্ষ নেতারা।

শনিবার (২ আগস্ট) রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ভিডিও বার্তায় কথা বলেন।  এছাড়া দলটির সদস্যসচিব আখতার হোসেন পৃথক একটি ভিডিওতেও একই বার্তা দেন দেশবাসীর জন্য।

ভিডিও বার্তার শুরুতে দেশবাসীর উদ্দেশে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ, নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটির জন্য লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের ৬৪টি জেলায় গেছি। আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান- এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গেছি। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা শুনেছি।

মাঠ পর্যায়ে দ্বারে দ্বারে গিয়ে মানুষ কী চায়, এ বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, তাদের সেই কথাগুলো শুনেছি এবং এ অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছি। এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জেলায় গিয়ে মানুষের যে চাওয়া-পাওয়া-আকাঙ্ক্ষা সেগুলোকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার সাজিয়েছি।’

ভিডিও বার্তার শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা। আগামীকাল ৩ আগস্ট, আমরা ৩ আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাইয়ের কোনো সমাপ্তি ছিল না। জুলাই ছিল শুরু। একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু। এ এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি, অনেক হতাশা রয়েছে। কিন্তু আমরা মনে করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা, এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনে দিনের পথ চলতে চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ