রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ৭৫০০ কোটি টাকা আত্মসাতের মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ০ প্রদর্শন করেছেন

গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড় সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা।

 

রোববার সকালে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।

 

রোববার সকালে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের মামলা অনুমোদনের এ তথ্য জানিয়েছেন।

 

অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনে দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও।

 

দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

 

মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার সাত মাস পর তার বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। সেই সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করেন।

 

এছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে ওই ভুয়া অ্যাকাউন্টে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা ও উত্তোলন করে জাহাঙ্গীর আলম তা আত্মসাৎ করেন বলেও দুদক জানিয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা দুদকের উপ-পরিচালক মো. বায়েজিদ যুগান্তরকে জানান, মামলাটি হেড অফিসে ইস্যু হয়েছে। এর আগে জাহাঙ্গীর আলমের মা সাবেক মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীব বসাকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গাজীপুর দুদকে তদন্ত চলমান রয়েছে।

 

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক সরফ উদ্দিন আহমেদ চৌধুরী সাবেক মেয়র ও তার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি যুগান্তরকে জানান- আইন তার নিজস্ব গতিতে চলবে।

 

উল্লেখ্য ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে একটি ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

 

আওয়ামী লীগের একটি অংশের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে মেয়রের দলীয় সদস্যপদ কেড়ে নেয় আওয়ামী লীগ। তারপর বরখাস্ত হন মেয়র পদ থেকেও। পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ