রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে যোগ দেবেন চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, আজ (৫ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আমন্ত্রণ গ্রহণ করে ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেবে।
এতে আরও বলা হয়, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিকাল ৪টায় আয়োজনস্থলে পৌঁছাবেন। প্রতিনিধিদলে থাকছেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।