জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (এনএইচএ) মঙ্গলবার ২৪-এর ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। স্বৈরাচারী শাসন থেকে মুক্তি এবং শোষণ বঞ্চনামুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবকে স্মরণ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত, যা স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের শাসন ফিরিয়ে আনে। এই আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের সাহসিকতা ও দৃঢ়তার প্রমাণ দেয়।
দিবসটি উপলক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে দুপুর ৩টায় ঢাকার শাহবাগে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর, বিকাল ৪টায় এক আলোচনাসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব আলমগীর হুছাইন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য, এর প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি ‘জুলাই ৩৬’ নিয়ে কবিতা আবৃত্তি ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সবশেষে, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।