রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালেন সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন সংক্রান্ত ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও সন্দেহের খানিকটা অবসান ঘটবে বলে মনে করেন তিনি। নির্বাচন সংক্রান্ত ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মনস্তাত্ত্বিক দূরত্বও কমে আসবে বলেও আশা তার।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

তিনি আশা করেন, সরকারের রাজনৈতিক পরামর্শের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা হবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন,  প্রধান উপদেষ্টার গতকালের ঘোষণার পর সরকারের দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হলে যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সরকারের উচিৎ হবে তা থেকে দ্রুত বেরিয়ে আসা।

তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে এক ধরনের গোপনীয়তার মধ্যে যেভাবে জুলাই ঘোষণা চূড়ান্ত করা হয়েছে ও ঘোষণা দেয়া হয়েছে তাতে ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর বিদ্যমান আধা নৈরাজ্যিক পরিস্থিতির অবসান ঘটাতে না পারলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না।

তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচনকেন্দ্রীক চ্যালেঞ্জসমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বিচার, সংস্কার ও নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ