গাজীপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রায়েরবাগ বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে কদমতলী এলাকায় বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ৷
শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় রায়েরবাগ বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ বর্বরোচিত হত্যাকাণ্ডে শোক ও তীব্র নিন্দা জানাই।
সাংবাদিকগণ আরও বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন, মাহমুদুল হাসান (সকালের সময়), আনোয়ার হোসেন আকাশ ( সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ), সোলাইমান হোসেন (মানবকন্ঠ), ফারুক আহমেদ (তারা নিউজ), আবুল কালাম আজাদ (স্বাধীন সংবাদ), মোস্তাফিজুর রহমান মিলন (কালের কন্ঠ), অর্ণব প্রমূখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং ডেমরা এলাকায় বসবাসরত সাংবাদিকবৃন্দ।