বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

কড়া জবাব দিলেন প্রভা, হিজাব পরা নিয়ে বাজে মন্তব্য

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বিভিন্ন সময়ে নানান ইস্যু নিয়ে বেশ আলোচনায় থাকেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নিজের অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

বর্তমানে অভিনয় থেকে দূরে সরে গেলেও নিজেকে হারিয়ে যেতে দেননি অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নিজের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সক্রিয় থাকেন তিনি। মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে।

বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী। সেখানে নতুন পেশায় মনোযোগ দিচ্ছেন তিনি।

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন তিনি। সাধারণত প্রভা কোনো বাজে মন্তব্যের জবাব দেন না। তবে এবার জবাব দিতে বাধ্য হয়েছেন।

এর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল প্রভার। তার একটি ইস্যু ছিল এক ব্যক্তিগত ভিডিও নিয়ে। প্রসঙ্গটি নিয়ে প্রভার হিজাব পরা ছবিতে একটি নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদেরী নামে এক ফেসবুক আইডি থেকে।

প্রভা এর জবাব দিয়েছেন। তিনি লিখেন- ‘হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।’

এদিকে প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন তার ভক্তরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ