নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের একটি ড্রেনের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে ও ড্রেনের স্লাব ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নূর ইসলাম (৫৫) নামের এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার সময় সিআইখোলা বউবাজার এলাকায় এ বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যস্ততম বউবাজার সড়কে আচমকা বিস্ফোরণ হয়ে ড্রেনের স্লাব প্রায় আড়াই ফুট উপরে উঠে যায়। ওই সময় আহত নূর ইসলাম (৫৫) ঘটনাস্থল পার হওয়ার সময়ে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা পুলিশ ও সিটি করপোরেশনের লোকজনকে বিষয়টি অবগত করেন। পুলিশ বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে।
শফিকুল ইসলাম উজ্জ্বল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি বাসার উদ্দেশ্যে যাবার পথে হঠাৎ ড্রেনের স্লাবে বিস্ফোরণ হতে দেখেছি। আমাকে বহন করা রিকশাটি অনেকটা দূরত্বে থাকায় আমাদের ক্ষতি হয়নি। তবে একজন লোককে দেখেছি আহত হতে।
সিআইখোলার এক মুদি দোকানি বলেন, আমি এবং আমার দোকানে আরও দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো উঁচুতে উঠে যেতে দেখলাম। আশপাশের ভবনগুলো কেঁপে উঠে। এ সময় ড্রেন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবু বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়ামাত্রই আমাদের লোকজনকে ঘটনাস্থলে গিয়েছেন। প্রতি বছরই টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়ে থাকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিস্ফোরণের খবর শোনামাত্রই টিম পাঠিয়েছিলাম। একজন মানুষ আহতের খবর পেয়েছি। হয়তো ড্রেনে গ্যাস জমেছিল।