রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে দুটি গাড়িই খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ৮ সেনাসদস্য ও ট্রাকের একজন হেলপার আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাকশিমইল এলাকাতেই সেনাবাহিনীর ক্যাম্প। রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। এদের মধ্যে দুই সেনা সদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহতদের পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি খাদ থেকে উঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে