বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

সুহানার নতুন লুক দেখে যা বললেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল। এবার বড়পর্দায় বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে অভিনেত্রীর। কিং খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ সিনেমায়।

‘কিং’ সিনেমাটি শুরুতেই পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে ‘কিং’-এর দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। আর সিনেমায় অভিনয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হলুদ রঙে ঝলমলে উজ্জ্বল সাজে হাজির হয়েছিলেন সুহানা খান। সেখানে দেখা যায়, চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন শাহরুখকন্যা।

এমন একটি ঝলমলে পোশাকের একটি ছবি সামাজিকনমাধ্যমে পোস্ট করেন সুহানা খান। সেই পোস্টের ব্যাকগ্রাউন্ডে ভাই আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’- এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’ বাজছিল। সেই ছবির ক্যাপশনে শাহরুখকন্যা সুহানা লিখেছেন— ‘সং অ্যান্ড মাশকারা অন রিপিট’।

সুহানা খানের নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান।

ইনস্টাগ্রামে বাদশাহর নজরকাড়া কমেন্ট। লিখেছেন— ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি। আর মেয়ের ছবিতে বাবার মিষ্টি মন্তব্য মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ