বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ জয়ী কিংসের মধ্যকার চ্যালেঞ্জ কাপ তিন দিন পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর। আগের সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর।
পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ দল স্বাগতিক নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকবেন ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
চ্যালেঞ্জ কাপের ম্যাচ কোথায় হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ভেন্যু নির্ধারণের অধিকার রয়েছে মোহামেডানের। তারা আসন্ন ২০২৫–২৬ মৌসুমের জন্য জাতীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে আবেদন করেছে। ধারণা করা হচ্ছে চ্যালেঞ্জ কাপের লড়াইটাও হবে এই ঐতিহ্যবাহী মাঠেই।
পেশাদার লিগ কমিটির এই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত হয়। নতুন মৌসুমের ১০ দল নিয়ে বিপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আর ফেডারেশন কাপ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। এছাড়া মৌসুমে দুটি বিরতি থাকবে অক্টোবর ও নভেম্বরে, প্রতিটি ২০ দিন করে।
এই বিরতির একটি কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের কারণে। তারা ২৫ অক্টোবর থেকে কুয়েতে খেলবে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দল এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে ৯ ও ১৪ অক্টোবর। আর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে।