অস্ট্রেলিয়া সফরে চারদিনের একমাত্র ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট হাতে নিয়ে ১৬০ রানে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১১৪ রানের জবাবে ৩৮০ রান করে সাউথ অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ২৬৬ রানের লিড পায় স্বাগতিকরা। বিশাল রানের চাপে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম দিন বাংলাদেশ গুটিয়ে যাবার পর ব্যাট হাতে নেমে দিন শেষে ৫ উইকেটে ২০৪ রান তুলেছিল সাউথ অস্ট্রেলিয়া। ৫ উইকেট হাতে নিয়ে ৯০ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা।
দ্বিতীয় দিন বাকী ৫ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৮৩ রান নিয়ে খেলতে নেমে ১৪৩ রান করেন জ্যাসন সাংহা। আগের দিন ২৮ রানে অপরাজিত থাকা হ্যারি নিয়েলসন থামেন ৮৬ রানে।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ এনামুল হক ও হাসান মুরাদ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।
দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৪ ও অমিত হাসান শূন্য হাতে ফেরেন।
তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ইফতেখার হোসেন ইফতি ও শাহাদাত হোসেন দিপু। ইফতি ৩৫ রানে আউট হলে ইয়াসির আলিকে নিয়ে দিন শেষ করেন শাহাদাত। ইয়াসির ১৮ ও শাহাদাত ৪২ রানে অপরাজিত আছেন।