শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ভক্তদের যে বার্তা দিলেন যশ-নুসরাত

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের মাসখানেক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন বাড়তে থাকায় নিজেদের সম্পর্ক অটুট প্রমাণ করতে এবার সামনে এলেন তারা। সেই সঙ্গে তারকা জুটি কড়া বার্তাও দিলেন ভক্ত-অনুরাগীদের।

জানা গেছে, অভিনেতা যশ দাসগুপ্ত নাকি পাত্তা দেন না অভিনেত্রী নুসরাতকে। অভিনেতা নাকি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে বুঝতে দেন না।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একফ্রেমে হাসিখুশি চেহারায় ধরা দেন যশ-নুসরাত। নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে জানালেন— লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।

সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিনেত্রী নুসরাত জাহান জানিয়েছিলেন— ঘরের চার দেয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। কিন্তু কিছুদিন আগে ছেলের জন্মদিন একাই পালন করতে দেখা যায় অভিনেত্রীকে।

এদিকে গত বুধবার (২৭ আগস্ট) গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা গেছে। কিন্তু এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ