মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

যে সতর্কবার্তা দিলেন শি জিনপিং এসসিও সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব পরিসরে ‘বুলিং আচরণ’ বা হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের সমালোচনা করেছেন।  তিনি বলেন, ‘ন্যায় ও সুবিচারের প্রতি অটল থাকা উচিত… স্নায়ু যুদ্ধের মানসিকতা, অঞ্চল ভিত্তিক সংঘাত এবং হুমকিপূর্ণ কূটনৈতিক আচরণের বিরোধিতা করতে হবে’।

সোমবার (১ সেপ্টেম্বর) চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে শুরু হওয়া আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে শি এ সতর্কবার্তা দেন।

এ সময় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের নরেন্দ্র মোদিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) নামক দুই দিনের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোর মধ্যে স্থায়ী সদস্য হিসেবে রয়েছে পাকিস্তান, ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। এছাড়া পর্যবেক্ষক বা ‘ডায়ালগ পার্টনার’ হিসেবে যুক্ত রয়েছে ১৬টি দেশ।

যদিও চীন ও রাশিয়া মাঝে মধ্যেই এসসিও-কে ন্যাটো সামরিক জোটের বিকল্প হিসেবে তুলে ধরেছে।

সম্মেলনে শি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল এবং জড়িত হয়ে উঠছে। সদস্য রাষ্ট্রগুলোর সামনে নিরাপত্তা এবং উন্নয়নের চ্যালেঞ্জ আরও জটিল হয়ে গেছে।’

তিনি বলেন, ‘পেছনে ফিরে দেখলে অশান্ত সময় সত্ত্বেও আমরা শাংহাই স্পিরিট প্রয়োগ করে সাফল্য অর্জন করেছি।  ভবিষ্যতের দিকে তাকালে, যখন বিশ্ব অস্থিরতা ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের শাংহাই স্পিরিট অনুসরণ করতে হবে, বাস্তবতায় দৃঢ় থাকতে হবে, অগ্রসর হতে হবে এবং সংগঠনের কার্যক্রম আরও উন্নত করতে হবে’।

শি বলেন, চীন এসসিও-র সব পক্ষের সঙ্গে কাজ করে আঞ্চলিক নিরাপত্তা ফোরামকে নতুন স্তরে নিয়ে যেতে চায় এবং একটি নতুন বৈশ্বিক নিরাপত্তা আদেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ