ছোটবেলার কাল্পনিক সেই হিসেব নয়। সত্যিই ঘটেছে এমন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়েছেন ঋষি ভারমান্নি নামের এক পেসার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অবশ্য তিনি একা নন, গতবছর এই রেকর্ড দেখা গিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে।
ভারমান্নি খেলছেন অরল্যান্ডো গ্যালাক্সির হয়ে। গত শনিবার তার দল খেলছিল আটলান্টা ফায়ারের বিপক্ষে। সেই ম্যাচেই অদ্ভুত এই কীর্তির দেখা পান ভারমান্নি। আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল নেন তিনি। প্রথম চার ওভারে আটলান্টা আনে ৩০ রান। পরের ওভারে তারা নেয় ৪৩। স্কোরবোর্ডে চলে পাঁচ ওভারে তুলে নেয় ৭৩ রান। ওই ওভারে ভারমান্নিকে বেধড়ক পেটায় আটলান্টার ব্যাটাররা।
সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ৫টি করেন নো বল, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ মোট ৪৩ রান। এমন ওভারের পর অধিনায়ক তার হাতে আর বল তুলে দেওয়ার সাহস করেননি। আটলান্টা ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান তোলার পর অরল্যান্ডো ১৪২ রানে অলআউট হয়।
এমন অদ্ভুত ঘটনা ২০২৪ সালেও ঘটেছিল। সেবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স এবং লিস্টাশায়ারের ম্যাচে এক ওভারেই ৪৩ রান দেন সাসেক্সের বোলার অলি রবিনসন।