বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, ‘জিএমপি, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে আপনাকে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।’

ড. নাজমুল করিম খান গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। পরে গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজীপুর মহানগরীতে ছিনতাই, চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। এসব ঘটনায় নাগরিকদের মধ্যে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে মহানগরীর অপরাধ বৃদ্ধি নিয়ে প্রায়ই প্রতিবেদন প্রকাশিত হচ্ছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ