বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

কসবায় স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অপরাধে দুলাল মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান, দুলাল মিয়া রিকশা চালানোর সময় ওই শিশুর সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে স্পর্শ করার চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় এলাকাবাসী ছুটে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করে।

এর আগে একই অপরাধে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

কসবার উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, দোষ স্বীকার করায় দুলাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে। সমাজে এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ