বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

সুখবর দিলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতের কর্মজীবন শুরু করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তানজিন তিশা।

সম্প্রতি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলী একটা মুহূর্ত। আমার মা এটা ২য় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পায়।’

তিশা বলেন, কারণ আমি বলব— প্রতিটা আটির্স্ট সন্তানের পেছনে বাবা-মায়ের দায়িত্ব যেমন, বাবা-মায়ের ভারটাও অনেক। সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি— শুধু আমার মায়ের জন্য।

তিনি বলেন, সেই জায়গা থেকে মাকে যখন সম্মাননা দেওয়া হয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি ভীষণ খুশি।

ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। তিনি বলেন, আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার।

অভিনেত্রী বলেন, এ ছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে। আমার দর্শকদের জন্যই আজকে যা আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সব কিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ