শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

সাকিব আল হাসান এক বছর হলো দেশের বাইরেই অবস্থান করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে জনরোষে পড়ার শঙ্কায় দেশে ফেরেননি তিনি। এরপর তার নামে একাধিক মামলাও করা হয়েছে। যার ফলে দেশে আর ফেরা হয়নি তার।

দেশে না ফেরার ফলে জাতীয় দলের ক্যারিয়ারটাও থমকে গেছে তার। যদিও সরকার পতনের পর দুটো সিরিজে খেলেছেন তিনি। তবে এরপর আর তাকে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তার।

এদিকে তামিম ইকবাল এখন বিসিবির নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন চলে আসছে, তামিম বোর্ডে এলে সাকিব দেশে ফিরে মাঠে নামতে পারবেন কি না, জাতীয় দলে ফিরতে পারবেন কি না। জাতীয় দলে সাকিবের ফিরে আসতে হলে কী করতে হবে তাকে, তা জানিয়েছেন তামিম।

সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ‘সে একজন অ্যাকটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য। তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’

সাকিবের নামে এখন একাধিক মামলা ঝুলছে। হত্যা মামলার আসামীও করা হয়েছে তাকে। সেসব নিয়ে তামিম বলেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিম আরও যোগ করেন, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ