বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার পথে প্রাণ গেল ওয়ার্ড সভাপতির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন (৫৫) নামে স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবুদিয়া গ্রামের কাকরাইদ-মাগন্তিনগর সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার আগে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী তার অপর দুই সঙ্গী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত লোকমান মাগন্তিনগর গ্রামের ফরমান আলীর ছেলে। তিনি বেরিবাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আহত বিএনপির অপর দুজন হলেন- জামাল হোসেন ও ইন্নস আলী।

উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দিতে সাড়ে ৩টার দিকে এলাকা থেকে দুই নেতাকে মোটরসাইকেলে বসিয়ে লোকমান মধুপুর আসছিলেন। মোটরসাইকেল চালিয়ে গোবুদিয়া মুচার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র বিপরীতমুখী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা তিনজন আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ নেওয়ার পথে লোকমানের মৃত্যু হয়।

জাকির সরকার আরও জানান, ঘটনার পরপর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে নেতারা হতাহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিয়েছেন ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ