শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

আচার প্যাকেটে অভিনব কায়দায় ইয়াবা পাচার উখিয়ায় বিজিবির হাতে এক যুবক আটক

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় আচারের প্যাকেটে লুকানো ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। শুক্রবার বিকেলে শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবকের নাম মোঃ মঞ্জুর আলম (১৯)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাব্বির আহমদ এবং মাতার নাম মোছাঃ আয়েশা খাতুন।

বিজিবি সূত্র জানায়, অদ্য ০৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মঞ্জুর আলমকে সন্দেহ হলে বিজিডি-১১১৩ সিপাহী ও প্রশিক্ষিত ডগ ‘জ্যাক’ (নারকোটিক্স স্নিফার, জার্মান শেফার্ড) এর সহায়তায় তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে মঞ্জুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে মোট ২৮টি বার্মিজ আচারের প্যাকেট (সবুজ রঙের ২৭টি ও সাদা রঙের ১টি) উদ্ধার হয়। এগুলোর ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম স্বীকার করে যে, টেকনাফের এক ইব্রাহিম নামক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিতে বলা হয়েছিল। এর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান
বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে। স্থানীয় জনগণের আস্থা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও বিজিবি এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ