মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

বাজে রেকর্ডের শোক কাটানোর আগেই বিপদে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

গতকাল ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪২ রানে হেরে বাজে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। লজ্জাজনক সেই হারের খতে প্রলেপ দেওয়ার আগেই দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে।

সেই ম্যাচে ইংরেজদের বিপক্ষে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার দল। সময়ের থেকে এক ওভার পেছনে ছিল তার দল।

যে কারণে শাস্তি হিসেবে আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। প্রোটিয়া অধিনায়ক বাভুমা শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন হয়নি।

৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪১৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে জফরা আর্চারের তোপে ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৮ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা পেসার আর্চার।

এতদিন ওয়ানডের ইতিহাসে জয়-পরাজয়ের হিসেবে রেকর্ডটি ছিল ভারতের। তারা ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে। তাদের সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়ে ইংল্যান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ