বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

ভাঙনের পথে কি মোনালির ৯ বছরের সংসার?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

সুইজারল্যান্ডে ভ্রমণের সময় এক রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটারের সঙ্গে পরিচয় হয়েছিল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের। বন্ধুত্ব থেকে প্রেম, আর ২০১৭ সালে বিয়ে—সবকিছুই যেন ছিল রূপকথার মতো। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, ভাঙনের মুখে তাদের নয় বছরের সংসার। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি তারা।

এমন সময়ে মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি নতুন করে জল্পনা বাড়িয়েছে। একটি প্রতীকী ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন—‘কারণ’। অনেকের ধারণা, এভাবেই হয়তো তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পেছনের কষ্টগাথা ইঙ্গিত করেছেন। ভিডিওতে শ্বাসরোধের দৃশ্যও উঠে এসেছে, যা দেখে অনেকে মনে করছেন, সম্পর্ক ভাঙার নেপথ্যে শারীরিক বা মানসিক নির্যাতনের বিষয় থাকতে পারে।

নিজের নতুন মিউজিক ভিডিও ‘এক বার ফির’ কে মোনালি জীবনের সবচেয়ে ব্যক্তিগত গান বলে আখ্যা দিয়েছেন। গানের ভিজ্যুয়ালেও উঠে এসেছে টানাপোড়েনের আবহ।

হিন্দুস্থান টাইমস জানায়, মোনালি ও মাইকের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে—বছরের পর বছর নানা ঘটনার কারণে তাদের সম্পর্কে পরিবর্তন এসেছে। এখন আর তাদের দাম্পত্য জীবন নিয়ে কেউ কথা বলতে চান না। ঘনিষ্ঠজনের ভাষায়, ‘যখন দু’জন মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন বিয়ের এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক।’

শুধু তাই নয়, মোনালি ইতিমধ্যেই মাইককে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। ঘনিষ্ঠজনের মন্তব্য, ‘এটিকে সতর্কবার্তা হিসেবেই দেখা যেতে পারে। হয়তো তারা বিষয়টি প্রকাশ্যে বলার সঠিক সময়ের অপেক্ষায় আছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ