বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

ভাঙ্গায় টানা দুদিন ধরে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন ২টি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে ভাঙ্গাবাসী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, মাধুপপুর, মুনসুরাবাদ, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ডসহ ৮টি পয়েন্টে মহাসড়কের গাছ ফেলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে কয়েক হাজার স্থানীয় জনতা।

এতে করে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা ও ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছে অবরোধকারীরা। এতে করে রাজধানী ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। এদিকে সকাল থেকে বিভিন্ন মহাসড়ক ও উপজেলা চত্বরে সেনাবাহিনী টহল জোরদার করেছে এবং উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনী টহল দিচ্ছে। এতে মহাসড়কে চারদিকে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

অবরোধকারীরা অভিযোগ করে বলেন, আমাদের এক দফা এক দাবি—কেটে নেওয়া ২টি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা হোক। যতক্ষণ আমাদের দাবি মানা না হবে, আমাদের এই আন্দোলন চলছেই। ২টি ইউনিয়ন কেটে নেওয়ার মহানায়ক ইসির পদত্যাগ দাবি করছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ ফেটে পড়ে ভাঙ্গা উপজেলাবাসী।

এর আগে শুক্রবার মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। ওইদিন প্রশাসনের অনুরোধে ৯ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মঙ্গলবার সকাল থেকে টানা ১১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৩য় দিনে বুধবার সকাল ৭টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে তারা।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া মুনসুরাবাদ এলাকার ডাক্তার মফিজুল রহমান বলেন, আমরা সকাল থেকে পুকুরিয়া, সুয়াদি, মুনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছি। আমাদের প্রিয় ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করা আমরা মানবো না। আমাদের দাবি, পুনরায় আমাদের ২টি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেওয়া হোক। তা না হলে আমাদের কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সহ সকল মহাসড়ক এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে স্থানীয়রা। এতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডসহ সকল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত ইউনিয়নবাসী।

এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ অবরোধ করছে বিক্ষোভকারীরা। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মহাসড়কে অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ