বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

পূজায় কলকাতায় থাকতে ভালোবাসি, এটি আমার ‘সেকেন্ড হোম’: জয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানভাবে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যক ভক্ত-অনুরাগী। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে এই অভিনেত্রীর।

‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকি বলিউডেও সিনেমা করেছেন এ নন্দিত অভিনেত্রী। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার কাজ।

এককথায় দুই বাংলায় আসা-যাওয়ার মাঝেই থাকেন জয়া আহসান। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান তিনি। আর তাই অভিনেত্রী অকপটে বলে দিলেন— ‘সেকেন্ড হোম কলকাতা’।

সম্প্রতি কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন— এখানে যোগ দিয়ে তিনি ভীষণ খুশি।

দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনার কথাও বলেন তিনি। জয়া আহসান বলেন, পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম।

অভিনেত্রী বলেন, তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।

তিনি বলেন, কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে বলে জানান অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ