বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

ডুয়া লিপার গায়ে পাকিস্তানের জার্সি, সামাজিক মাধ্যমে তুমুল হইচই

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

পপ তারকা ডুয়া লিপার একটি এডিট করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে সম্প্রতি ৩০তম জন্মদিন পালন ও র‍্যাডিকাল অপটিমিজম নর্থ আমেরিকান ট্যুর শুরু করা এ ব্রিটিশ গায়িকা আসলে পাকিস্তান ক্রিকেট টিমের জার্সি পরেননি। ২৯ আগস্ট তোলা তার একটি আয়নার সামনে সেলফি থেকে শুরু হয় পুরো ঘটনাটি। সেখানে তিনি সাদা টি-শার্টে ছিলেন। কিন্তু ফটোশপ ও এআই প্রযুক্তির মাধ্যমে সেই পোশাকের জায়গায় পাকিস্তান দলের জার্সি বসিয়ে দেওয়া হয়।

ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই- ‘ডুয়া লিপা কি সত্যিই পাকিস্তানের জার্সি পরে ছবি পোস্ট করেছিলেন?’- যদিও উত্তর স্পষ্টভাবে ‘না’।

এআই, ডিপফেক ও ভক্তদের সৃজনশীলতা

ভাইরাল হওয়া এই ছবির সূত্র ধরে আবারও প্রমাণিত হলো, এআই-এডিট বা ডিপফেক কনটেন্ট কীভাবে মুহূর্তেই বিভ্রান্তি তৈরি করতে পারে। লিপার ওই সাধারণ টি-শার্টকে ভক্তরা নানা দলের জার্সিতে রূপান্তর করেছেন। কেউ বসিয়েছেন পিএসজি, বায়ার্ন মিউনিখ, ভ্যালেন্সিয়া ক্লাবের লোগো, আবার কেউ যুক্ত করেছেন ক্রিকেট দলের জার্সি, যেমন আইপিএলের পাঞ্জাব কিংস।

ফলে মজা করতে গিয়ে অনেক ভক্তই তাকে নিজেদের পছন্দের দলের ‘অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বানিয়ে ফেলেছেন।

মজার ছলে শুরু হলেও অনেকে ঘটনাটিকে সত্যি ভেবে নিয়েছেন। পাকিস্তানি সমর্থকদের একাংশ গর্বের সঙ্গে দাবি করেছেন, ডুয়া লিপা তাদের দলকে সমর্থন করছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সমর্থকেরা একে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

চলমান এশিয়া কাপ ঘিরে উত্তেজনার মধ্যে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিভ্রান্তি- দুটোই বাড়িয়ে দিয়েছে।

সূত্র: সামাটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ