বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

নিষিদ্ধ অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যুবরাজ, উথাপ্পা ও সোনু সুদকে ইডির তলব

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনিই নন, আরেক সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা এবং অভিনেতা সোনু সুদকেও তলব করা হয়েছে। খবর এনডিটিভির।

সূত্র বলছে, আগামী সপ্তাহে তাদের সবাইকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলব করেছে—উথাপ্পাকে সোমবার, যুবরাজ সিংকে মঙ্গলবার এবং সোনু সুদকে বুধবার হাজির হতে বলা হয়েছে।

সাবেক এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তারা ১এক্সবেট নামের একটি অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে জড়িত। ভারতে বেটিং নিষিদ্ধ হওয়ায় পরোক্ষভাবে নিজেদের নামে কিছু পরিবর্তন করে এই সংস্থা বিজ্ঞাপন দেয়। আর এর মধ্যে কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে।

অবৈধভাবে টাকা পাচার রোধ আইন বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় এমন বিভিন্ন বেটিং সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। সেখানেই উঠে এসেছে যুবরাজ ও উথাপ্পার নাম।

২০২২ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিন উথাপ্পা। এর পরে ১এক্সবেট অ্যাপের হয়ে কয়েকটি প্রোমোশনাল ভিডিয়োতে দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি এই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ানকেও তলব করেছিল ইডি। প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার আগে সুরেশ রায়নার নাম জড়িয়েছিল এই বিতর্কে। তাকেও তলব করেছিল ইডি।

তবে শুধু ক্রিকেটাররাই নন, বলিউড ও টলিউডের অনেক তারকাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ইডি’র দপ্তরে।  সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, উর্বশী রাউতেলা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ