বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশে আসছে এইচবিও ম্যাক্স, সাবস্ক্রাইব করবেন যেভাবে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তাদের বৈশ্বিক স্ট্রিমিং পরিসর আরও বিস্তৃত করছে। এর অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি নতুন বাজারে এইচবিও ম্যাক্স চালু হবে।

ইতোমধ্যেই জনপ্রিয় এই প্ল্যাটফর্মে রয়েছে ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’-সহ ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিনেমা—’সুপারম্যান’, ‘এ মাইনক্রাফট মুভি’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইন্স’।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং অ্যান্ড গেমস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন, ‘এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে যাত্রা শুরুর পর এইচবিও ম্যাক্স এখন বিশ্বজুড়ে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। বছরের শেষে এটি ১০০-রও বেশি বাজারে পাওয়া যাবে। ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের মতো বড় বাজারেও চালু হবে।’

প্রথম দিন থেকেই বাংলাদেশের গ্রাহকরা পাবেন এইচবিও অরিজিনালস, ম্যাক্স অরিজিনালস, ওয়ার্নার ব্রাদার্সের জনপ্রিয় কনটেন্টের পাশাপাশি ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি ও এইচজিটিভির নির্বাচিত অনুষ্ঠানসমূহ।

সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আগামী ২৭ অক্টোবর এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে ‘আইটি: ওয়েলকাম টু ডেরি’। স্টিফেন কিং-এর ‘আইটি’ ইউনিভার্সের এই সিনেমায় অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান অ্যাডেপো, ক্রিস চক, জেমস রেমার, স্টিফেন রাইডার, ম্যাডেলেইন স্টো, রুডি ম্যানকুসো এবং বিল স্কারসগার্ডরা। নির্মাণে আছেন অ্যান্ডি মুশিয়েত্তি, বারবারা মুশিয়েত্তি ও জেসন ফুকস।

সহজ ও ব্যবহারবান্ধব ইন্টারফেসের সুবাদে গ্রাহকরা একাধিক ডিভাইসে কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। থাকছে কাস্টমাইজেবল প্রোফাইল, অ্যাভাটার অপশন, কন্টিনিউ ওয়াচিং ফিচার এবং অফলাইন ভিউয়ের জন্য কনটেন্ট ডাউনলোডের সুবিধা। শিশুদের জন্য থাকবে নির্দিষ্ট প্রোফাইল, বয়সভিত্তিক কনটেন্ট ও উন্নত প্যারেন্টাল কন্ট্রোল।

শুরুর দিন থেকেই www.hbomax.com-এর মাধ্যমে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। খুব শিগগিরই আরো পার্টনারশিপ ঘোষণার কথা জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ