শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

জিতলেও ট্রফি নিয়ে ‘নতুন বিতর্ক’ উসকে দিলেন ভারত অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এশিয়া কাপের শিরোপা জিতলেও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন।

সূর্যকুমার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ইতোমধ্যেই তার আপত্তির কথা জানিয়েছেন। নকভির উপস্থিতিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। বিষয়টি সামনে আসার পর থেকে চলমান ট্রফি বিতর্ক আরও জটিল রূপ নিয়েছে।

এর আগে ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। খেলোয়াড়দের একে অপরের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখানোকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পিসিবি এমনকি টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার হুমকিও দেয়।

এ ঘটনায় মহসিন নকভি নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, খেলাধুলায় এভাবে স্পোর্টসম্যানশিপের অভাব দেখা অত্যন্ত হতাশাজনক। খেলায় রাজনীতি টেনে আনা আসলেই এর মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। আশা করি, ভবিষ্যতে সব দল মর্যাদা ও শালীনতা বজায় রেখে নিজেদের জয় উদ্‌যাপন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ