শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

টেকনাফে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ প্রদর্শন করেছেন

 

 

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ওমর সিদ্দিক (২৮)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ এবং বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচ গেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালায়। সেখানে সীমান্ত পার হয়ে আসা মাদকের একটি বড় চালান গ্রহণের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়।

অভিযানের সময় হাতেনাতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মোঃ ওমর সিদ্দিককে গ্রেফতার করা হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি অধিনায়ক।

এই অভিযানকে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে র‍্যাব ও বিজিবির সফল সমন্বিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ