টেকনাফের লেদা ইবনে আব্বাস (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসায় ৩ দিন ব্যাপী ‘হাফেজ, ইমাম ও নুরানী মুআল্লিমদের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স’ সম্পন্ন হয়েছে। ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্টিত হয়।
১৮ সেপ্টেম্বর বিকালে মাদ্রাসার জামে মসজিদে অনুষ্টিত সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব রামু রাজারকুল মাদ্রাসার মুহতমিম (পরিচালক) আল্লামা মুহসিন শরীফ। বিশেষ অতিথি ছিলেন থাইংখালী দারুত তাহযীব মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক আল্লামা আবদুচ সাত্তার, হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর নায়েবে মুহতমিম আল্লামা মুফতী আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষা বিষয়ক পরিচালক (নাজেমে তা’লীমাত) মাও. মো. রফিক। ১৬ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর ছদরে মুহতমিম আল্লামা ক্বারী মোখতার আহমদ ও লেদা ইবনে আব্বাস (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাও. ছাবের আহমদ বক্তব্য রাখেন। বক্তাগণ পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালক, সহকারী পরিচালক ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৭৫টি মাদ্রাসার ৮২ জন হাফেজ, ইমাম ও নুরানী মুআল্লিম অংশগ্রহণ করেন। অনুষ্টান শেষে অতিথিগণ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর দক্ষ ও অভিজ্ঞ ৩ জন প্রশিক্ষক এবং ক্বারী কোর্স পরিচালনা করেন।