কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষকে পাহাড়ের চূড়ায় বন্দি করে রেখেছিল সংঘবদ্ধ পাচারকারীরা। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী-শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, উচ্চ বেতনের চাকরি, ভালো কর্মসংস্থান, উন্নত জীবনযাত্রার লোভ দেখিয়ে পাচারকারীরা তাদের টেকনাফের বিভিন্ন স্থান থেকে পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে আসে। পরে সুবিধাজনক সময়ে সাগরপথে মেরিন ড্রাইভ উপকূল থেকে বোটে করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। একই সঙ্গে বন্দিদের নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল পাচারকারীরা।
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।